| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ডাকসু নির্বাচন : ঐক্য গড়লেন বাকের-মাহিন


ডাকসু নির্বাচন : ঐক্য গড়লেন বাকের-মাহিন


রহমত নিউজ     05 September, 2025     01:04 PM    


নির্বাচনের মাত্র চার দিনে আগে মাহিন সরকার বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন মাহিন সরকার। সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদে নির্বাচনের জন্য মনোয়ন নিয়েছিলেন মাহিন সরকার।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

এসময় মাহিন সরকার বলেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবর্গ এই ডাকসুতে বিজয়ী হলে শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্ব পাবে বলে মনে করি। সেই প্রেক্ষিতে আমি আমার পুরো সমর্থন আবু বাকের মজুমদারকে দিয়ে দিলাম।

এছাড়া, মাহিন সরকার তার শুভাকাঙ্ক্ষীদেরও আবু বাকের মজুমদারকে ভোট দেওয়ার আহ্বান করেছেন।

উল্লেখ্য; ডাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মাহিন সরকারকে বাহিষ্কার করা হয়েছিল।